গাজীপুর টঙ্গী সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুর জেলার টঙ্গী সাব-রেজিস্ট্রার মোঃ আবু হেনা মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টঙ্গী সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলিম কাইয়ুম। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এবং সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল। বক্তারা বিদায়ী সাব-রেজিস্ট্রারকে একজন অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে দীর্ঘদিন টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসে শৃঙ্খলা ও সুশাসন বজায় ছিল।
বিদায়ী কর্মকর্তাকে সম্মান জানাতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ সায়েম মোল্লা (সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক), দলিল লেখক দুলাল, আজিমুদ্দিন, হাজী আলি হোসেন, মফিজ উদ্দিন, সাইদুর রহমান, আরিফ হোসেন এবং স্ট্যাম্প ভেন্ডার আব্দুল কাইয়ুমসহ অনেকে।
বিদায় সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে মোঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিদায় নিলেও আপনাদের হৃদয়ে থাকতে চাই। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই। আপনাদের প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী এই কর্মকর্তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা জানানো হয়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত