সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের মতবিনিময় সভা
আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
খেলাফত মজলিস সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের নির্বাহীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই মাসের পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার (১৬জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট উপজেলার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট মুফাসসিরে কুরআন মুফতি আলী হাসান ওসামা।
তিনি তার বক্তব্যে বলেন, এই আসনটি একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জনপদ। এখানকার প্রাকৃতিক সম্পদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল উপকৃত হচ্ছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। উন্নতি ঘটেনি যোগাযোগ ব্যবস্থারও। এই খেটে খাওয়া মানুষের মতামত নিয়ে সংসদে গিয়ে নিজেদের স্বার্থের বাহিরে কেউ কথা বলেনি। পাথর শ্রমিকদের দুঃখ-দুর্দশা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ভারতের স্বার্থে পরিবেশ বিপর্যয়ের কাল্পনিক গল্প শুনিয়ে বিগত ষোল বছর যেভাবে স্বৈরশাসকরা এসকল পাথর শ্রমিকদের বঞ্চিত করেছিল এই ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রেখেছে। অথচ পরিবেশবান্ধব উপায়ে পাথর কোয়ারী খুলে দেয়া সম্ভব ছিল। এতে দেশের যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধি হতো ঠিক তেমনি পাথর শ্রমিকদের দুঃখ-দুর্দশার ইতি ঘটত। কিন্তু বর্তমান সরকার অজানা কারণে এই সকল পাথর কোয়ারী বন্ধ রেখে পাথর শ্রমিকদের পথে বসাতে বাদ্য করছে। এছাড়া হরিপুর গ্যাস ফিল্ডের উত্তোলিত গ্যাস দিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের উন্নয়ন সাধিত হলেও এই আসনের জনগণ গ্যাসের সুফল থেকে বঞ্চিত। এটা খুবই দুঃখজনক। অন্যদিকে এই তিনটি উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটন স্পট। এই পর্যটন স্পটগুলো থেকে বিভিন্ন পর্যায়ে রাজস্ব আদায় হলেও এগুলো উন্নয়নের ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। আল্লাহ পাক আমাদের তাওফিক দিলে এই সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
এছাড়াও আল্লাহ পাক যদি আমাদের নির্বাচিত করেন তাহলে জাতীয় সংসদে ইসলামের পক্ষে আইন প্রণয়ন এবং কুরআন-সুন্নাহ বিরোধী বিল প্রতিরোধে সচেষ্ট থাকব। আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণে কাজ করে যাব। প্রয়োজনীয় স্থানে নতুন সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলোর সংস্কারে কাজ করে যাব।
কার্যকর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও ত্রাণ কার্যক্রম জোরদারকরণে কাজ করব। জলাবদ্ধতা নিরসনে কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের কাজ করব। সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করব। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে তাদের উৎসাহিত করব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং যেসব এলাকায় ক্লিনিক নেই সেই সব এলাকায় নতুন ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবার মানোন্নয়ন করব। গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করব। কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য কৃষি সামগ্রী নিশ্চিতকরণ এবং মৎস্য চাষে আধুনিকীকরণ ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করব। সিলেট-৪ আসনের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। যাতে বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও কেটে উঠা সম্ভব হয়। প্রবাসীদের বিনিয়োগের জন্য সহজ পরিবেশ তৈরি এবং তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করব। গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। এই অঞ্চলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার আধুনিকীকরণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। সীমান্তপথে মাদক ও চোরাচালান রোধে কাজ করব। পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী, খাল-বিল রক্ষা করতে সচেষ্ট থাকব। মসজিদ, মাদরাসা ও অন্যান্য সকল ধর্মীয় স্থাপনাসমূহের উন্নয়ন ও সংস্কারে কাজ করব। স্থানীয় উদ্যোক্তাদের জন্য সহজে করজে হাসানা প্রদানের সুবিধা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করব। কর্মসংস্থানমুখী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারের জন্য কাজ করব। সর্বপরি সিলেট-৪ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম জাকারিয়া, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।