“ওয়াশিংটনের দাসত্ব করব না”—কুড়িগ্রামে মামুনুল হকের হুঁশিয়ারি
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার আবারও নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে।”
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার উদ্যোগকে ওয়াশিংটনের আধিপত্য বিস্তারের চক্রান্ত বলে অভিযোগ করেন মামুনুল।
তিনি বলেন, “দিল্লির গোলামির শিকল ভেঙেছি, ওয়াশিংটনের দাসত্ব করতে নয়। জাতিসংঘ অফিসের নামে দেশের স্বাধীনতা বিকিয়ে দিতে দেওয়া হবে না।”
তিনি আরও দাবি করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে দমনপীড়নের ধারাবাহিকতায় ২০২৪ সালেও সরকার ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা। বক্তব্য রাখেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।