কারখানার শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধ: সাভারে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)।
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ ,
কোনো শ্রমিককে আর কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)।
শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে ‘জুলাই পূর্ণজাগরণ–২০২৫’ উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার রয়েছে এবং প্রতিটি কারখানায় অন্তত পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। পরবর্তীতে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বিজিএমইএ সভাপতি ও কর্মকর্তারা।