গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবার বাড়ল
মোঃ ইলিয়াছ খান
বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।
১৪ ঘন্টা শিথিল থাকার পরে কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কারফিউ জারি করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন। গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার সমাবেশ শেষে এনসিপির নেতাদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।