ধনবাড়ীতে করবী ফাউন্ডেশনের উদ্যোগে এক গৃহহীন পেলেন ঘর উপহার
বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে করবী ফাউন্ডেশনের উদ্যোগে “আবাসন ও স্বাবলম্বী কর্মসূচী” এর আওতায় একজন সুবিধাবঞ্চিত মহিলাকে একটি বাড়ী নির্মাণ করে দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো প্রকল্পটির কার্যক্রম।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী পৌর শহরের আমবাগানে এ প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় করবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, পরিকল্পনা ও আইন বিষয়ক নির্বাহী সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় একালাকাবাসীরা উপস্থিত ছিলেন।
করবী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও জামালপুর আইনজীবী সমিতির কার্যকরী মেম্বার জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, একটি সমাজে বসবাস করতে গেলে প্রত্যকের সাথে প্রতেকে যে সহযোগিতা থাকে তা নিঃস্বার্থ ভাবে যদি সমাজের কল্যাণে ব্যয় না করা যায় তাহলে সেই সমাজটা জনকল্যাণমুখী হিসাবে প্রতিষ্ঠিত হয় না। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে করবী ফাউন্ডেশনের শুভ সূচনা করা হলো।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, আজ আমরা নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছি। আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি এর আওতায় বাড়ী নির্মানের কাজ শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধুমাত্র একটি বাড়ী নির্মাণ নয় একজন মানুষের সম্মান ও আত্নবিশ্বাসের ভিত্তি। আমাদের প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্যই হলো, মানুষের জীবনমান উন্নয়ন, স্বাবলম্বীতার পথ দেখানো এবং জীবন ও জীবিকার পথ দেখানো। এটিই আমাদের বৃহত্তর লক্ষ অর্জনের প্রথম ধাপ। তিনি আরো বলেন, মানুষের পাশে দাঁড়ালে সমাজ বদলায়, সমাজ বদলালে দেশ বদলায়। প্রকল্পটি বাস্তবায়নে পাশে থাকার জন্য প্রতিষ্ঠানের সকলকে এবং এলাকাবাসীকে তিনি ধন্যবাদ জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী করবী ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মোঃ আঃ রাজ্জাক, সদস্য নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এরশাদ পাঠান এবং নির্মাণ কাজের দ্বায়িত্বে থাকা আনিসুর রহমান।