পাঁচবিবিতে মরহুম পিতার কুলখানী করলেন যোগ্য সন্তানেরা
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মন্জিল মহল্লায় বসবাস করে ঐতিহ্যবাহিক চৌধুরী পরিবার। এ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন মরহুম ফজলুল হক চৌধুরী। পড়ালেখা শেষে তিনি জয়পুরহাট সুগার মিলে সিআই পদে যোগদান করেন। এ কারনে এলাকায় তিনি সিআই হিসাবেই বেশি পরিচিত ছিল এবং অনেকেই সিআই সাহেব বলেই ডাকত। সংসার জীবনে তিনি ৩’ছেলে ও ১’কন্যা সন্তানদের জনক ছিলেন। পিতার স্নেহ ভালবাসা ও কঠোর শাসনের কল্যাণে সন্তানেরা আজ সবাই প্রতিষ্ঠিত।
গত বছরের পহেলা জুলাই কর্মজীবী চৌধুরী পরিবারের এ ব্যাক্তি ৯০ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকগমন করেন। সিআই সাহেবের একমাত্র আদরের মেয়ে লন্ডন প্রবাসী। বাবা-মেয়ে হাজার হাজার মাইল দূরে বসবাস করায় বাবার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি মেয়ে তানজিলা আক্তার চৌধুরী। পরপারে বাবার আত্মার শান্তি কামনায় সব ভাই-বোন মিলে শুক্রবার কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও মেজবানের আয়োজন করেন।
মরহুম ফজলুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারনে তার সব ছেলেরাও বিএনপির রাজনীতি করেন। বড়ছেলে মোঃ মোফাছের হোসেন চৌধুরী মৃদুল। তিনি দীর্ঘদিন যাবত দিনাজপুরের হিলি স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ব্যবসার সঙ্গে। বাংলাহিলি সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে মোঃ মুন্জুরুল মোর্শেদ চৌধুরী মঞ্জু ঢাকায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া সে জেলা বিএনপির সদস্য ছিলেন। ছোট ছেলে রোটারিয়ান মোঃ ইমরান হোসেন চৌধুরী ইমু পরিবার সহ ঢাকায় বসবাস করে। তিনি পল্টন থানা সুজনের সাধারণ সম্পাদক এবং টাটকা বাজার.কম এর প্রতিষ্ঠাতা। একমাত্র মেয়ে মোছাঃ তানজিলা আক্তার চৌধুরী স্বামীর সাথে লন্ডনে প্রবাস জীবন যাপন করে।
ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, উপজেলা মহিলা দল, পৌর মহিলা দলের নেত্রী সহ জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।