প্রবল বৃষ্টির মধ্যেও , অমর একুশে জুলাই এর মিছিল করলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১৯শে জুলাই শনিবার, ঠিক বিকেল তিনটায়, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় এবং ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ অমর একুশে জুলাই এর আহবানে এক মিছিল করলেন, প্রায় ২০০ থেকে আড়াইশো তৃণমূল কর্মী ও সদস্য এই মিছিলে অংশগ্রহণ করেন এবং পায়ে পা মেলান,
আগামী একুশে জুলাই সোমবার ঠিক দুপুর বারোটায় ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে পুলিশের গুলিতে নিহত তেরো জন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন ও সভা ।
এই একুশে জুলাই কে কেন্দ্র করে প্রতিটি জেলায় জেলায় চলছে মিছিল ও সভা সকলকে একত্রিত করার ডাক।
আজ দুপুর বারোটা থেকে প্রবল বর্ষণে সাধারণ মানুষ নাজেহাল, রাস্তাঘাটে যানজটের সৃষ্টি, মধ্যে চলছে ভিক্টোরিয়া হাউস এর সামনে থেকে শুরু করে সারা রাস্তায় একুশে জুলাইয়ের প্রস্তুতি।
আর সেই সময়ে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি মিছিল শুরু হয়, এই মিছিল চাঁদনীচক মার্কেট, লেলিন সরণি হয়ে স্টেটসম্যান হাউসের সামনে দিয়ে, সেন্টাল ধরে, আনন্দবাজার পত্রিকার অফিসের সামনে দিয়ে, ডালহৌসি সহ সারা এলাকা পরিদর্শন করেন, একুশে জুলাই এর আহ্বান জানান, সকল তৃণমূল কর্মী ও সদস্যদের দলে দলে যোগ দেওয়ার জন্য, তার সাথে সাথে স্লোগানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ধ্বনি দিতে থাকেন। প্রতিটি এলাকার বিধায়ক, বিধায়িকা, পৌর মাতা, কাউন্সিলার মোড়ে মোড়ে মিছিল মিটিং করছেন। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসকে ভরিয়ে তোলার জন্য, মা মাটি মানুষের সরকারকে জন জোয়ারে পরিণত করার জন্য, আর মাত্র একটা দিন বাকী, আগামীকাল থেকেই দূর দুরান্ত থেকে প্রচুর কর্মী এসে উপস্থিত হবেন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং ওখান থেকেই মিছিল করে তারা রওনা দেবেন ভিক্টোরিয়া হাউস ও তার ধর্মতলায় মঞ্চের সামনে। তাই শেখানো চলছে পুরোদমে প্রস্তুতি থাকা ও খাওয়ার আয়োজন।