ভালুকায় ‘শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
“শিশুদের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা এবং সমাধানমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য। চমকপ্রদ নয়, বরং ইতিবাচক ও বাস্তবমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।” — বলেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
শনিবার (১৯ জুলাই ২০২৫) ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয় ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আহমেদ বলেন, “একজন মা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকলে শিশুর দিকে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হয় না। ডে কেয়ার সুবিধা অভিভাবকদের জন্য নিরাপত্তা ও নিশ্চয়তার বার্তা বহন করে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখানো হচ্ছে, যা জীবন রক্ষায় সহায়ক।
তিনি আরও বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। সংবাদ পরিবেশনের সময় তাদের সম্মান ও অধিকারকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতার ইতিবাচক প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইসিবিসি প্রকল্পের পরিচালক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার, সিনার্গসের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন, ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার ইকবাল হোসেন।
ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিরাজগঞ্জ ও নীলফামারি জেলার বিশজন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় শিশুবান্ধব সাংবাদিকতা, শিশু অধিকার রক্ষা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।