সরিষাবাড়ী আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী’র নাম ঘোষণা দিলেন চরমোনাই
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ-প্রার্থী (হাত-পাখা) প্রতিকের প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো: আলী আকবর সিদ্দিকী এর নাম ঘোষণা করেছেন চরমোনাই।
শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে সরিষাবাড়ী শিমলা বাজার গনময়দান মাঠে এ ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠানের প্রধান অতিথি নায়েবে আমীরুল মুজাহিদীন, শায়েখে চরমোনাই আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (দা.বা.) এ ঘোষনা দেন উপস্থিত সকল ওলামায়ে কেরামগনের সামনে।
এতে বাংলাদেশ মুজাহিদ কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হুদা ফয়েজী সভাপতিত্ব এবং উপস্থানা করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মুজাহিদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারী এড. আব্দুল আউয়াল, জামায়াতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর মাসুদ রানা দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ আলী আকবর সিদ্দিকীক, জামায়াতে ইসলামী’র মাওলানা জালাল উদ্দিন, পৌর আমীর গোলাম রব্বানী, শিক্ষক ফেড়ারেশনের সভাপতি অধ্যাপক শামীম হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমুখ। এ ছাড়াও বয়ান প্রদান করেন-ধনবাড়ীর মুফতি শফিকুল ইসলাম ভাসানী। মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও, একই অনুষ্ঠানে জামালপুর পৌরসভার লাঙ্গল জোড়া এলাকার সুন্নত তরিকার মুজাহিদ সাব্বির ও একই গ্রামের মুজাহিদ বেলাল হোসেনের বোনের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবাহ পড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বয়ং শায়েখে চরমোনাই বিয়ে পড়ান। নফস্ ও শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদের অঙ্গীকারের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। উক্ত মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।