ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট ॥ আহত-৪
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট করেছে একদল সন্ত্রাসী। এ সময় ব্যাংকের এজেন্ট রিপন এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রিপন আহমদ কে বেদম প্রহার করে লুট করে নেয় প্রায় ১৫ লক্ষ টাকা। বসতবাড়ীতেও তান্ডব চালায় সন্ত্রাসীরা। এ ঘটনা গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে। গুরুত্বর আহত রিপন আহমেদ কে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই সাতাবাড়ীয়ার মোফাজ্জেল হোসেন’র পুত্র সন্ত্রাসী নাজিরুল’র নেতৃত্বে একদল সন্ত্রাসী ভেড়ামারার সাতবাড়ীয়াস্থ ব্র্যাক ব্যাংকের পিছনেই রিপন আহমেদ’র বসতবাড়িতে আচমকা প্রবেশ করে। এসময় রিপন কে ডাকাডাকির একপর্য্যায়ে রিপন ঘর থেকে বাহিরে এলেই হামলা চালানো হয়। এসময় বাঁধা দিতে এলে রিপন আহমেদ’র বৃদ্ধ মাতা রানুওয়ারা রহমান (৬৫)কে শীলতাহানী করা হয়। পরে তার শরীরে পেট্রল ঢেলে দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। আহত করা হয় রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ (৩২) ও রেশমা খাতুন (২৫) কে। পরিবারের সকল কে হত্যার উদ্দ্যেশে গ্যাসের সিলিন্ডার’র মুখ খুলে দিয়ে গ্যাস ছেড়ে দেওয়া হয়। এরপর ব্র্যাক ব্যাংক এ এসে ভাংচুর করে সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর। লুট করে নেওয়া হয় ড্রয়ারে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে, রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ।
রিপন আহমেদ জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ঘটনার জের ধরে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ব্যাংকের ড্রয়ার থেকে সাড়ে ৯ লক্ষ টাকা এবং বাড়ি থেকে সাড়ে ৫ লক্ষ টাকা সহ প্রায় ব্যাংকের ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়িতে আরো নগদ টাকা যা ছিল তাও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় আমার মা, ভাই, ভাবীকেও তারা গুরুত্বর আহত করে।