1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাভারের বিরুলিয়ায় দুইজনকে কুপিয়ে জখম সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক। ধোবাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ আটক ০১ ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার কলকাতার আই ই এম ম্যানেজমেন্ট হাউসে, শুভ উদ্বোধন হলো–কমিকস বুক (আয়াত)। অমর একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনে আসলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবগঠিত নড়াগাতী থানা বিএনপির পরিচিতি সভা ময়মনসিংহে র‍্যাব-১৪’র পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ভালুকায় বিএনপির (একাংশের) বিক্ষোভ মিছিল ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদ

ময়মনসিংহ মেডিকেলে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বাবার বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেলে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বাবার বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে রাফি নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন শিশুটির স্বজনরা।

শনিবার (১৯ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে স্বজনরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশু রাফি ময়মনসিংহ নগরীর সুতিয়াখালি এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে। তার চাচা ইমতিয়াজ হোসেন রাজন অভিযোগ করেন, শুক্রবার রাত ১০টার দিকে রাফির শ্বাসকষ্ট শুরু হলে তাকে মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শুধুমাত্র ইনহেলার ও একটি ইনজেকশন দেওয়া হয়।

তিনি আরও বলেন, শনিবার সকালে অবস্থার অবনতি হলে আমরা বারবার ডাক্তারকে ডাকলেও তারা তেমন কোনো সাড়া দেননি। পরে তিনটি পরীক্ষা লেখা হয়—সিবিসি, সিআরপি ও সিআরএস। পরীক্ষা করালেও রিপোর্ট পাওয়া যায়নি।

রাফির বাবা রাকিবুল ইসলাম বলেন, আমরা তাকে প্রাইভেট হাসপাতালে নিতে চাইলে ছাড়পত্র চাই, কিন্তু তখন ডাক্তার ও নার্সরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুক্রবার যেই ইনজেকশন দিয়ে শিশুর অবস্থার অবনতি হয়েছিল, শনিবার একই ইনজেকশন আবার দেওয়া হয়। এরপরই রাফির মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি)মোঃ শিবিরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। পরে আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের ব্যবস্থা করি।

এদিকে, মমেক হাসপাতালের উপপরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম জানান, “শিশুটি ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। শিশু বিভাগের বিভাগীয় প্রধানকে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল স্বজনরা অভিযোগ জানাতে এলে তদন্ত কমিটি গঠন করা হবে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট