বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ কুড়িগ্রামে আটক-২
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার পাঁচ পিস ইয়াবা ও এক লাখ ৮২ হাজার ৫০০ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবুল মিয়া (৩২) এবং মোছা. মর্জিনা খাতুন (৪৩)। রোববার রাত ১০টা ৩০ মিনিটে মর্জিনার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি শাখার ওসি মো. বজলার রহমান বলেন, “আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”