সালথায় ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে আটক করেছে সালথা থানা পুলিশ
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবার ট্যাবলেট সহ ৫ জনকে আটক করেছে সালথা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোর রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন ও রবিবার দিবাগত রাতে কাগদি এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটককৃত হলেন,মাঝারদিয়া গ্রামের মোঃ মামুন লোল্ল্যা(২৮), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬)ও কাগদি গ্রামের ইয়ার আলী মোল্ল্যা(৩৮)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন , সোমবার ভোররাতে মাঝারদিয়া এলাকার অভিযান চালিয়ে সম্রাট মামুন সহ চারজনকে (৪০)পিস ইয়াবাসহ আটক করা হয়। মামুনের বিরুদ্ধে করেনসহ একাধিক মামলা আছে। এছাড়াও রবিবার রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত