ময়মনসিংহ সিপিএসসি র্যাব- ১৪ কর্তৃক ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক অভিযানে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সোহেল রানা (২৮) গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে,ভিকটিম ও বিবাদী মোঃ সোহেল রানা (২৮) একই গ্রামে বসবাত করার সুবাদে প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে বিবাদী ভিকটিমের বাড়ীতে আসা যাওয়া করতো এবং কথাবার্তা বলতো। একপর্যায়ে উক্ত বিবাদী ভিকটিমের স্বামী প্রবাসে থাকার সুবাদে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়া বিরক্ত করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাইয়া আসতে থাকে। পরবর্তীতে, ২৬ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সারা দিয়া ঘরে বাহিরে টয়লেটে যাওয়ার জন্য বাহির হওয়া মাত্রই বিবাদী ভিকটিকে মুখ চেপে ধড়ে ভিকটিমের বসত বাড়ীর পার্শ্বে একটি লেবু বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখঃ ১৮/০৭/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫)। মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ২২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৩:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় একমাত্র আসামী মোঃ সোহেল রানা (২৮)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় আসামীর বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।