নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ভুক্তভোগীর বাবা নান্দাইল মডেল থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৫), মোঃ মমিন উদ্দিন (২৩), মোঃ জাহাঙ্গীর আলম (২৪) ও মোঃ শাকিল মিয়া (২৩)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। কাজের সূত্রে তার সঙ্গে মামুন মিয়ার পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে কারখানা থেকে ছুটি শেষে মামুন মিয়া ও তার তিন সহযোগী ভুক্তভোগীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে একটি অটোরিকশায় তুলে নেন। পরে কৌশলে তাকে গাংগাইল ইউনিয়নের উন্দাইল এলাকার একটি কলা বাগানে নিয়ে যাওয়া হয়।
সেখানে মামুন, মমিন ও জাহাঙ্গীর পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় শাকিল মিয়া সহযোগিতা করেন।
ভুক্তভোগী কিশোরী বলেন, ‘রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলে তারা আমাকে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমি বাধা দিলে আমাকে মারধর করে।’
মেয়েটির বাবা বলেন, ‘আমি খুব গরিব মানুষ। আমার মেয়েটা গার্মেন্টসে চাকরি করে সংসার চালায়। এখন ওর জীবনে বড় ক্ষতি হয়ে গেল। আমি এর বিচার চাই। মামলার পর আসামিরা আমাকে হুমকি দিচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।