পারুল মণির গ্রেপ্তারের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে জনতার মানববন্ধন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল থেকে জমে ওঠে উত্তেজনাপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। এস কে হাসপাতাল এলাকার সাধারণ জনগণের আয়োজনে শতাধিক স্থানীয় নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁদের প্রধান দাবি – পারুল মণিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারুল মণি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা, আর্থিক অনিয়ম এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করে চলেছেন। তাঁরা বলেন, “পারুল মণির দৌরাত্ম্যে এলাকা নিরাপত্তাহীন হয়ে পড়েছে, অথচ প্রশাসন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”
বিক্ষুব্ধ জনতা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন এবং প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।”
আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি জানিয়ে আসছেন এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। তবে দাবি উপেক্ষিত হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন।
এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে – তদন্ত করে অবিলম্বে পারুল মণিকে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে।