ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে নলকূপ বিতরণ
ফয়জুর রহমান ( ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ২০২৪ -২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল( এডিপি বিশেষ) প্রকল্পের আওতায় ২৩ জুলাই বুধবার বিকাল ৫ ঘটিকার সময় ফুলপুরের ৬ টি ইউনিয়নের ২৮ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বরাদ্দকৃত ইউনিয়নগুলো হচ্ছে ফুলপুর সদর ইউনিয়ন, রূপসী, বালিয়া, ছনধরা, ভাইটকান্দি, ও সিংহেস্বর ইউনিয়ন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার, উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী জনসাধারণ।