ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি :
ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২২ শে জুলাই সন্ধ্যায গ্রীন রোড মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাশার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ,সাবেক উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শোয়েবুর রহমান সোহেল,সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের বিদেশি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এ সময় অতিথিবৃন্দ বলেন এই দুর্ঘটনার যে সকল অভিভাবকগণ তাদের সন্তানদেরকে হারিয়েছেন আল্লাহ তায়ালা যেন তাদের এই শোক সইবার মত শক্তি দান করেন। আর আহতদেরকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান। আর ভবিষ্যতে যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে না দেখতে হয় সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান। তিনারা আরো বলেন এই দুর্ঘটনায় আমাদের দেশ ও জাতির যে অপূুরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করা অসম্ভব। এই কোমলমতি শিশুদের আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এবং জুলাই আগস্টে অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।