ময়মনসিংহে ওএমএস ডিলার নিয়োগে লটারি স্থগিত, পক্ষপাতের অভিযোগে উত্তেজনা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) ডিলার নিয়োগের জন্য আয়োজিত লটারি কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। আজ (বুধবার ২৩ জুলাই ২০২৫) দুপুরে শহরের কেন্দ্রীয় “এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল ময়মনসিংহ”-এ লটারির আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ডিলার পদপ্রার্থীরা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পক্ষপাতের অভিযোগে উত্তেজনা, লটারি স্থগিত
অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই বিএনপি নেতৃবৃন্দ ও বিরোধী পক্ষের প্রার্থীরা অভিযোগ তোলেন যে, নিয়োগ প্রক্রিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত দরিদ্র, যোগ্য এবং নিরপেক্ষ প্রার্থীদের বাদ দিয়ে দলীয় লোকজনকে নিয়োগ দেয়ার পরিকল্পনা করা হয়েছিল।
এই অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও তাদের সমর্থকরা অনুষ্ঠান বর্জন করেন এবং হলরুমে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ তাৎক্ষণিকভাবে লটারি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।
তিনি বলেন,
“ওএমএস ডিলার নিয়োগ একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম। এতে কোনো ধরনের পক্ষপাত বা স্বজনপ্রীতির অভিযোগ এলে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে আপাতত এই লটারি কার্যক্রম স্থগিত করা হলো।”
কমিশনার আশ্বাস দেন, সকল পক্ষের অংশগ্রহণে এবং যাচাই-বাছাই শেষে নিরপেক্ষভাবে পুনরায় প্রক্রিয়া পরিচালিত হবে।
ওএমএস ডিলারের সামাজিক গুরুত্ব
ওএমএস ডিলাররা সরকার নির্ধারিত দামে চাল ও আটা সরবরাহ করে থাকেন। এটি দেশের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে। ফলে এই নিয়োগ ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ ও প্রতিক্রিয়া দেখা দেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ তদন্ত এবং পরিস্থিতি পর্যালোচনা শেষে নতুন তারিখে লটারি কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।
এদিকে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মঞ্চে উপস্থিত কর্মকর্তারা স্পষ্টতই উদ্বিগ্ন এবং সাংবাদিকসহ উপস্থিত জনগণের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছিল।