ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশ নেন।
সমাবেশের শুরুতে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ১ মিনিটের নীরবতা পালন করা হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোখলেছুর রহমান দুলাল। সাধারণ সম্পাদক বাবলী আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, ও শ্রমিক নেতা বিশ্বজিৎ প্রমুখ।
বক্তারা বলেন, মালিকদের একের পর এক ষড়যন্ত্র ও শ্রম আইনের লঙ্ঘনের কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। হঠাৎ চাকরিচ্যুতি, গালিগালাজ, সার্ভিস বেনিফিট না দেওয়া, পরিচয়পত্র ও গেজেট বাস্তবায়ন না করার মতো অভিযোগগুলো উঠেছে। বিশেষভাবে উল্লেখ করা হয় মৌসুমী কারখানার চারজন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই ও তাদের পুনঃনিয়োগ না দেওয়ার ঘটনা।
শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনঃনিয়োগের কথা থাকলেও মালিকপক্ষ সেই আইন মানছে না। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশ থেকে মালিকপক্ষকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।