সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে ব্যাপিষ্ট এইড -বিবিসিএফ পরিচালনায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণএবং ফলজ ও বনজ গাছের চারা সেবামুলক প্রতিষ্ঠান সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প শিমলা পল্লী তাডিয়াপাড়া এলাকায় এসব বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র ব্যাবস্থাপক সঞ্জিত বিশ্বাস সভাপতিত্ব ও পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীর মুকিক্তযোদ্ধা আলী আকবর, প্রকল্পের পিএসসি সদস্য রেনু রাণী বৈদ্য, পাষ্টর খোকন চন্দ্র রায়, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক সাহজারুল ইসলাম টিটো, সিনিয়র সহ সভাপতি সুলতান আহমেদ, বিজয় টিভি ও সময়ের আলো পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দৈনিক যয়িযায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি বাদশা ভূইয়া প্রমুখ সহ শিক্ষার্থী , অভিভাবক, রাজনৈতিক ব্যার্ক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ-১৭৭ জন, ছাতা শংকর) ২২৭জন, প্রজেক্ট ড্রেস-২২৭জন, ড্রইং খাতা- ২২৭ জন,বিছানার চাদর-২২৭ জন, ২২৭ জনেকে ১টি করে স্বাস্থ্য সরঞ্জাম মেরিল সাবান, ডিটারজেন্ট, হোয়াইট প্লাস টুথপেস্ট বেবি ব্রাশ, ১৫টি মিনি শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এবং ৩০ জন কে স্বাস্থ্য সম্মত টয়লেট সহ চায়না থ্রী , কাজী পেয়ারা ও মেহগনি গাছের চারা ২২৭ জনের মাঝে বিতরণ করা হয়েছে।