১২ই জুলাই কমিটির ডাকে, বাংলা ভাষী মানুষদের হেনস্থার বিরুদ্ধে, কেন্দ্রীয় মিছিল।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
গত ২২শে জুলাই মঙ্গলবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করলেন, দেশের বিভিন্ন স্থানে বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে, এই মিছিলে কয়েকশো সদস্য পা মেলান।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, কমরেড সুনিত ভট্টাচার্য, বিজয় শংকর সিনহা, মনোজ সাউ, সুকুমার পাইন, বাসুদেব গুপ্তা সহ অন্যান্যরা।
বাংলা ভাষার বিরুদ্ধে ও বাংলা ভাষী মানুষদের হেনস্থার বিরুদ্ধে , আর এস এফ ও বিজেপি কে দায়ী করলেন। বিজেপি সরকার চক্রান্ত করে আর এস এফ সাথে হাত মিলিয়ে এই অন্যায় অত্যাচার করে চলেছে, সাধারণ মানুষের উপর জোর জুলুম করছে,
ভাষার নামে ও এন আর সি নামে খেটে খাওয়া মানুষদের জেলে বন্দি করছে, আমরা এর প্রতিবাদ করছি, এ বাংলা কবি সাহিত্যিকদের বাংলা, এই বাংলা মুনি ঋষিদের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা শিল্পীদের বাংলা। তাই বাংলা ভাষাকে পরিবর্তন করতে দেব না,
যে বাংলা ভাষায় আমরা বড়ো হয়েছি, যাদের ভাষাকে আমারা সম্মান করি, সেই ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষা হতে দেবো না।
বাঙালি, মুসলিম, খ্রীষ্টান, সবাই সবার ভাষাকে সন্মান করে, যে যার ভাষায় বড়ো হয়েছে, পড়াশুনা করছেন। আর বিজেপি,আর এস এফ , সেই ভাষার বিরুদ্ধে বাঙালিদের উপর অত্যাচার ও হেনস্থা করে চলেছে, আমরা কখনোই মেনে নেবো না, বাংলার মানুষও মেনে নেবে না, অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করো। বিজেপি,আর এস এফ দূর হটো বাংলা থেকে। ধর্মের নামে মানুষের সাথে চক্রান্ত আমারা রুখবো, ভাষা ভাষী নিয়ে বাংলাতে বিভেদ হতে দেবো না,
বাংলা ভাষী মানুষদের পাশে এবং খেটে খাওয়া মানুষের পাশে আমারা আছি, বিজেপি দূর হটো। কেন্দ্রীয় সরকার দূর হটো।