পটিয়া চরকানাই উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন —————————————-
মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম চট্টগ্রাম পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান” চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৪ জুলাই বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে ঢাকার দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা মাধ্যমে শোক পালন করা হয় এবং আহতদের সুস্হতা কামনা দোয়া করে মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য এডহক কমিটির সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক সদস্য জনাব আবদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের আগামীতে উপযুক্ত মানুষ হিসেবে নিজেকে গড়া তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এই সময় বক্তরা কৃতি শিক্ষার্থীদের এক সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে নিজেদের জীবনকে গঠন করে দেশ ও দশের এবং জনগনের কল্যাণে কাজ করার জন্যে উদ্বুদ্ধ করেন।কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রাপ্ত বডুয়া, শিশির মাহমুদ ও বৈশাখী বডুয়া। কৃতি শিক্ষার্থীরা তাদের বক্তব্যে তাদের জুনিয়রদের আরো বেশি পড়াশোনা মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে সম্মানিত সভাপতি মহোদয় ও অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সম্মাননা স্বারক তুলে দেন।