ভালুকায় বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের মাত্র ৬ দিনের মাথায় আত্মহত্যা করেছেন নাহিদা সুলতানা রূপা (১৮) নামের এক নববধূ। বুধবার (২৩ জুলাই ২০২৫) রাতে ভালুকা পৌরসভার মেজরভিটা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রূপা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের রওশন আলী ভূঁইয়ার মেয়ে। ১৭ জুলাই রূপা বিয়ে করেছিলেন একই উপজেলার খাটিংগা গ্রামের রুসমত আলীর ছেলে শাহ আলমকে (৪০)। শাহ আলম ভালুকা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন এবং বাসস্ট্যান্ড এলাকায় ‘সারাবেলা ফুড গার্ডেন’ নামক একটি হোটেলে কাজ করতেন।
শাহ আলম জানান, রূপা এর আগে আরও তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার প্রথম সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, যাকে অন্যত্র রেখে এসেছেন। তিনি আরও দাবি করেন, রূপা দীর্ঘদিন ধরে মাথাব্যথাসহ মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং প্রায় সময় চুপচাপ থাকতেন।
ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলম কর্মস্থলে চলে যান। এরপর সন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে আসেন। ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে পাশের রুমের ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখেন, রূপা তার ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন।
পরে বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক যুবকের সহায়তায় দরজা খুলে রূপার মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”