ভালুকায় মাছের খাদ্যে মৃত মুরগির নাড়িভুড়ি, মালিককে জরিমানা, ম্যানেজার কারাগারে
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন ফিশারিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।
অভিযানকালে দেখা যায়, খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছে, যা মৎস্য ও মৎস্যপণ্য আইন, ২০২০-এর ৩১(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে খামার মালিক মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজার শাহজাহান সরকারকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।