ভালুকায় রানার মটরসে চুরির চেষ্টা,তিনজন আটক, পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকায় অবস্থিত রানার মটরস প্রাইভেট লিমিটেডে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে ধরে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। গতকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে আসা তিন ব্যক্তি প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির চেষ্টা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান এবং চোরদের আটক করেন। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নিজেদের দিনাজপুর জেলার বাসিন্দা বলে দাবি করেছে। তারা এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছেন, যারা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন বৈদ্যুতিক লাইন সংক্রান্ত কার্যক্রমে যুক্ত ছিলেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির জানান, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তে জানা যাচ্ছে, এই চক্রটি পূর্বেও একাধিকবার রানার মটরস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা দ্রুত এই চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সুপার কাজী আখতাউল আলমের দিকনির্দেশনায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও সাধারণ জনগণের সচেতন ভূমিকা এই অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন এলাকাবাসী।