স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) আদলে স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকার জুলাই চত্বরে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলে একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত ১০ জুলাই রহমতপুর বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রবিন মোল্লা জানান, “১০ জুলাইয়ের আন্দোলনের পর জেলা প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল, ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের মিটিংয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।”
বিক্ষোভে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমাদের স্বতন্ত্র পরিচয় ও মানসম্মত শিক্ষার জন্য বিআইটি মডেলের স্বীকৃতি চাই।”
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শিবাজী রায় মৃদুল বলেন, “আমরা একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছি, বৈঠক করেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো উপেক্ষা করছে। অন্যদিকে, অধিভুক্ত প্রাইভেট কলেজগুলোর পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে, অথচ আমাদের শিক্ষাজীবন স্থবির হয়ে আছে।”
শিক্ষার্থীরা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে তারা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেবেন। তখন এর দায় শিক্ষাপ্রশাসনকে নিতে হবে।
এ বিষয়ে জানার জন্য কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীদের দাবির পক্ষে এখনো কোনো লিখিত প্রতিক্রিয়া দেয়নি শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।