বজ্রপাতে সরিষাবাড়ীর সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের জেলার সর্ববৃহৎ সমাজ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদে বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে হঠাৎ বজ্রপাতের ফলে মসজিদের বৈদ্যুতিক ওয়্যারিং, এমপ্লিফায়ার, মাইক, আইপিএস ও ২৫টি ফ্যান নষ্ট হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট হয় বলে জানিয়েছেন মসজিদ কমিটি ও মুসুল্লিরা।দ্রুত ক্ষয়-ক্ষতি পূরণে উপজেলা প্রশাসন ও দানশীল ব্যক্তিদের নিকট সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বজ্রপাতে ক্ষয়ক্ষতির ফলে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মসজিদ কমিটির আহ্বায়ক আল-আমিন ও সদস্য সচিব জিয়াউল হক সোহেল বিষয়টি নিশ্চিত করে বজ্রপাতে ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনসহ দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।
মুসুল্লিরা জানান, এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও অনুদানে নির্মিত জেলার সর্ববৃহৎ সমাজের মসজিদটি এলাকায় ধর্মীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র। দ্রুত ক্ষয়-ক্ষতি পূরণ না হলে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম ব্যাহত হবে।