মেহেরপুর গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় এক নারী আটক
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর গ্রামীণ বাংলা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ভুয়া ঋণদান প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগে শারমিন নাহার নামের এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে,শুক্রবার ২৫ জুলাই-২০২৫ কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন এলাকা থেকে তাকে ধরে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাইদুর রহমান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, যশোরের ধর্মতলা এলাকার মুজিবুল হকের স্ত্রী শারমিন নাহার এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের রিয়াজ উদ্দিন মেহেরপুর শহরের বেড়পাড়ার মহসিন নামে এক ব্যক্তির বাড়ির নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ বাংলা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ঋণদান প্রতিষ্ঠান চালু করেন।
ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতি জনের কাছ থেকে ভর্তি ফি বাবদ ১০০ টাকা করে আদায় করা হয়, সহজ শর্তে মোটা অংকের ঋণ দেওয়ার কথা বলে প্রচার চালিয়ে গত ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে মেহেরপুর সদর উপজেলার মাঠপাড়া, ঝাউবাড়িয়া, তেরঘোরিয়া, কুতুবপুর ইউনিয়নের সহগলপুরসহ বিভিন্ন গ্রামের মানুষদের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।
পরে নির্ধারিত তারিখে ঋণ নিতে গিয়ে অফিসে কাউকে না পেয়ে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন, পরে খোঁজাখুঁজির পর শুক্রবার শারমিনকে পোড়াদহ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।