সবুজ নগরী গড়তে ময়মনসিংহে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সবুজে ঘেরা, বাসযোগ্য নগরী গড়তে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান। তার নেতৃত্বে নগরজুড়ে চলছে ‘গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইন’, যার মাধ্যমে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শুকবার (২৫ জুলাই ২০২৫) নগরীর ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বাঘমারা মেডিকেল হোস্টেল, কৃষ্টপুর দক্ষিণ পাড়া, কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটিকাশর মিশন স্কুল মোড়সহ বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়।
এ সময় অ্যাডভোকেট হান্নান খান বলেন, “আজ যদি আমরা একটি গাছ লাগাই, আগামী প্রজন্ম পাবে অক্সিজেন ও ছায়া। এই শহরকে বাসযোগ্য রাখতে হলে বনায়নের কোনো বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটা সামাজিক দায়িত্ব।”
তারেক রহমানের অনুপ্রেরণায় আয়োজিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন বিএনপি নেতা মোরশেদ আলী, জিয়া পরিষদের আব্দুর রউফ, শ্রমিক দলের জিল্লু এবং মহানগর ছাত্রদলের ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের মাঈনুল হাসান, আকিফ তানজিম, নূর এ জাওয়াত রুতাব, তাহলিন ইসলাম তিহাম এবং গ্রীন ময়মনসিংহ ক্যাম্পেইনের স্বেচ্ছাসেবক সদস্য রাফায়েত খান, মারুফ, তানবীর, শিশির, আকিব, ইলহাম, সন্ধি ও রাতুল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
নেতাকর্মীরা বলেন, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু বর্তমানের পরিবেশ রক্ষা নয়—ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলা।
এ ধরনের উদ্যোগে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।