সিলেট জেলা ও মহানগর জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫জুলাই) সিলেট প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ উসমানী পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ড. গোলাম মুহিউদ্দিন ইকরাম। তিনি তার বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, আমাদেরকে কেন প্রশ্ন করবেন আমরা কেন বিএনপি জোটের সাথে রয়েছি? যারা বিএনপি জোটে থেকে দল গুছিয়েছেন, যারা বিএনপি জোটে থেকে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন তাদেরকে প্রশ্ন করেন। তারা কেন জোট ছাড়লেন?
কাউন্সিল অধিবেশনে আগামী সেশনের জন্য সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান। ঘোষণা অনুযায়ী সিলেট মহানগর শাখায় আগামী সেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক সরকার। সিলেট জেলা শাখায় সভাপতির দায়িত্ব পালন করবেন মাওলানা জুবায়ের আহমদ শায়খে বাঘা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা নুরুল হক বিশ্বনাথী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রাচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কাউন্সিল অধিবেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল হক, ঢাকাউত্তর রানাপিং হুসাইনিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অধিবেশন বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ মাওলানা মিজানুর রহমান, প্রবাসী জমিয়ত নেতা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী হাফিজ মাওলানা শরীফ উদ্দিন খান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফেরদৌস রুম্মান।