ওসমানীনগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
ওসমানীনগর (সিলেট)
সংবাদদাতা:
'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসমানীনগরে অনুষ্ঠিত হলো এক অনন্য সামাজিক সচেতনতা ও সহায়তা প্রদান অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার, ওসমানীনগর, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তি দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ওসমানীনগর, সিলেট মাহবুব, ওসি (তদন্ত), ওসমানীনগর থানা
হোসনে আরা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলাম,ওসমানীনগর
আশরাফ মওলুদ চৌধুরী, সদস্য, এনসিপি, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, সিলেট ইব্রাহিম আহমদ, 'জুলাই যোদ্ধা'
এস এম মশিউর আলম মুছা, ইউএসসি স্বপ্না দেবী, ইউএসসি
মোঃ সোহেল রানা, ইউএসসি
মোছাঃ সান্না বেগম, বিশিষ্ট সমাজকর্মী মোঃ শাহিন মিয়া, সমাজসেবক, শেখ ফয়ছল আহমদ, সভাপতি,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব, হারুন রশিদ,সাধারণ সম্পাদক ওসমানীনগর প্রেসক্লাব উক্ত সহায়তা কর্মসূচি:
অনুষ্ঠানে সমাজের প্রান্তিক জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য:
হুইলচেয়ার বিতরণ: ৫টি
বেসরকারি এতিমখানাসমূহে ক্যাপিটেশন গ্র্যান্ট বাবদ মোট ৭৬৮,০০০ টাকা চেক বিতরণ করা হয়, যা ৩টি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বিডব্লিউবি (BWB) কার্ড বিতরণ করা হয় ১৫০টি এ সময় বক্তারা বলেন, “জুলাই হলো মুক্তির, জাগরণের ও মানবিকতার মাস। এই মাসে আমাদের উচিত সমাজের প্রতি আমাদের দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালন করা।অনুষ্ঠান শেষে শপথ গ্রহণ পর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতি, বৈষম্য, সহিংসতা ও সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন সমাজের উন্নয়ন ও ঐক্যবদ্ধতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত