কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।।
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামাল পুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের শিক্ষা জীবনে সাফল্য উদযাপন এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দৌলতপুর, কুষ্টিয়া। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক-শিক্ষক পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ, সাগরখালি অনার্স ডিগ্রি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক উন্নয়নে বিদ্যালয় ও পরিবারের যৌথ ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলি আকবর, প্রধান শিক্ষক, কামাল পুর মাধ্যমিক বিদ্যালয় (পূর্ব)। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক, কামাল পুর মাধ্যমিক বিদ্যালয় (পূর্ব)।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, শিক্ষার্থী-অভিভাবক অংশগ্রহণসহ নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষামূলক—যা বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সবাই।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত