ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন বাঁধে বাংলাদেশের জন্য বড় আশঙ্কা নেই: বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ ,
ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন বাঁধ নির্মাণে বাংলাদেশের জন্য বড় ধরনের আশঙ্কা নেই, তবে কিছুটা ঝুঁকি থেকেই যায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ আয়োজিত অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফা) সেমিনারে জলবায়ু সংকট মোকাবিলায় ব্যয় সাশ্রয়ী অভিযোজন কৌশলের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ দেওয়া হলে পানিকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয় না; বরং একটি স্থানে পানি আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে জানতে চাওয়া হয়েছিল। চীন বাংলাদেশকে জানিয়েছে যে তারা পানির প্রবাহকে ডাইভার্ট করবে না। বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটুকু পানি আটকানো প্রয়োজন কেবল তা-ই আটকাবে, বাকিটা নিচের দিকে প্রবাহিত হবে। ফলে পানির প্রবাহ কমে আসবে না এবং ভাটির দেশগুলো বড় কোনো ক্ষতির মুখে পড়বে না—এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে।”
তবে তিনি আরও যোগ করেন, “যেকোনো জলবিদ্যুৎ কেন্দ্রে কিছুটা হলেও নিচের দিকে পানির প্রবাহ কমে যায়। সেক্ষেত্রে সামান্য আশঙ্কা থেকেই যায়।”
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত