1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
জেলা থেকে শহর প্রতিটি এলাকা জলের তলায়, এলাকাবাসী বলেন, সুরাহা কবে হবে। মধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা সরিষাবাড়ীতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা ওসমানীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড পান তুলতুল পীরগঞ্জে ১০ কিঃ মিঃ সড়কের দুধারে কৃষ্ণচুড়ার চারা রোপন কর্মসূচী উদ্বোধন ওসমানীনগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।।

সরিষাবাড়ীতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকার ঘোষিত স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই/২০২৫ মাসের বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে—বিশেষ করে পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটসহ মোট ৩২টি পয়েন্টে এসব পণ্য বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি জুলাই এ মাসে উপজেলার মোট ১০ হাজার ৮ শ ৯৩ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীর প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি। এ কার্যক্রম সুষ্ঠরূপে বাস্তবায়নের জন্য নিয়োজিত ছিলেন উপজেলার ৩২ জন সরকারি অনুমোদিত ডিলার। যাঁরা স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

পণ্য বিতরণস্থলে সরেজমিনে দেখা যায়, কার্ডধারীরা দীর্ঘ লাইনে শৃঙ্খলা বজায় রেখে পণ্য সংগ্রহ করেন। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বরং উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ন্যায্যমূল্যে এসব পণ্য পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে।

নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় আশরাফ হোসেন, মিজানুর রহমান ,সাইফুল ইসলাম প্রমুখ সহ আরও অনেক উপকারভোগী।

এ বিষয়ে টিসিবি ডিলার আমিনুল ইসলাম মিন্টু ও সুজন মিয়া যৌথভাবে বলেন, “আমরা গত পাঁচ বছর ধরে সুষ্ঠুভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্য বিতরণ করে আসছি। স্বচ্ছতা বজায় রাখতে আমরা সবার সম্মুখেই ওজন করি এবং তালিকা অনুযায়ী পণ্য দেই।”

এদিকে, উপজেলা প্রশাসন ও টিসিবির মাঠপর্যায়ের কর্মকর্তারাও সুষ্ঠু তদারকি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীকে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে সরবরাহের এ উদ্যোগ জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট