ময়মনসিংহে এনসিপির পদযাত্রা সোমবার, নিরাপত্তায় ৩৫০ পুলিশ সদস্য
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ময়মনসিংহে একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
রবিবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১২টায় ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদযাত্রা ও সমাবেশ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সদস্য সচিব আলী হোসেন বলেন, “দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে জেলার সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”
এ পদযাত্রা শেষে নগরীর টাউন হল প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ড. তাসনিম জারা সহ এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, “সোমবারের পদযাত্রা ঘিরে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পর্যাপ্ত ফোর্স ও নিরাপত্তা পরিকল্পনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
এনসিপির নেতারা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করে সাম্য, মানবিকতা ও ন্যায়ের পক্ষে একটি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া হচ্ছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত