ওসমানীনগরে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ ও র্যালি
ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ |
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”—এই স্লোগানে ওসমানীনগরের গোয়ালাবাজারে খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক দায়িত্বশীল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি।
২৮ জুলাই, সোমবার বেলা ৩ টায় রাজভোজন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ। পরিচালনায় ছিলেন হাফিজ আফজল হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. মুতাসির আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নেহাল আহমদ। আরও বক্তব্য রাখেন হাফিজ সৈদুর রহমান, আজমল হোসাইন, অলিউর রহমান, নুরুল ইসলাম, হাফিজ সালেহ আহমদ, মাওলানা সাজিদুর রহমান, আতাউর রহমান, নিজাম উদ্দিন আরেফি, কে এম রায়হান আহমদ ও মাওলানা সাখায়াত হোসেন।
বক্তারা বলেন, খেলাফত কেবল একটি ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা নয়, বরং এটি সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কার্যকর পন্থা।
তারা দেশের বর্তমান অবস্থা, নৈতিক অবক্ষয় ও দুর্নীতির বিরুদ্ধে খেলাফতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি গোয়ালাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা সর্বস্তরের মুসলিম জনতাকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।