গফরগাঁও-১০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মুশফিকুর রহমান আলোচনার কেন্দ্রে
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠছে গফরগাঁও-১০ (ময়মনসিংহ-১৫৫) আসন। একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আলহাজ্ব মুশফিকুর রহমান। তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয়তা অর্জনকারী এ নেতা বর্তমানে স্থানীয় বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
মুশফিকুর রহমান বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের পুত্র। স্বাধীনতার পর জিয়াউর রহমানের হাত ধরে এই আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়েন তার পিতা। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে প্রথমবার ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান সুলতান। তারই রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বর্তমানে আলোচনায় রয়েছেন মুশফিকুর রহমান।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পেলে দলীয় কোন্দল ছাড়াই বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে। জনগণের আস্থা ও ভালোবাসা তার প্রতি দৃঢ় বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, মুশফিকুর রহমানের ‘ক্লিন ইমেজ’ এবং জনসংযোগ তাকে ভোটের রাজনীতিতে এগিয়ে রেখেছে।
উল্লেখযোগ্য যে, ২০১৪ সালে গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার মনোনয়ন পান মুশফিকুর রহমান। দলীয়ভাবে তিনি বেগম জিয়ার আস্থাভাজন হিসেবেও পরিচিত। সেই সময় নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিপুল ব্যবধানে জয়ী হতেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।
বিএনপি নেতাদের মতে, মরহুম ফজলুর রহমান সুলতানের রেখে যাওয়া ভোট ব্যাংককে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আসনটি পুনরুদ্ধার সম্ভব। গফরগাঁও ও পাগলা থানার জনমানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান অনেকেই।
জনগণের দুঃসময়ে পাশে থাকা, সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা এবং রাজনৈতিক সততা মুশফিকুর রহমানকে গফরগাঁও ও পাগলা থানা মানুষের কাছে করে তুলেছে ভরসার প্রতীক। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এই আসনে দলীয় মনোনয়ন পেলে তিনি এমপি নির্বাচিত হবেন।