ফুলপুরে জুলাই পুনর্জাগরণ এর কবিতা পাঠ ও জুলাই স্মৃতিচারণ
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলপুরে জুলাই পুনর্জাগরণ -২০২৫ উদযাপন উপলক্ষে জুলাইর এর কবিতা পাঠ ও জুলাই স্মৃতিচারন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু, সহ উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দ জুলাই এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন জুলাই বিপ্লব এর মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আামাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি।একটা সময় ছিল আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। কোন মানুষ টুপি দাড়ি রাখলে তাকে জঙ্গী বলে ট্যাগ দেওয়া হত। এই পরিস্থিতি থেকে আমাদেরকে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে মুক্ত করেছে। আমরা কখনো আশা করিনি তারা এই বয়সে এত বড় একটা কাজ করতে পারবে। কিন্তু তারা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। এবং তারা প্রমাণ করেছে ক্ষমতা চিরস্থায়ী নয় দাম্ভিকতা পতন অনিবার্য। এ সময় বক্তাগণ বলেন জুলাই বিপ্লবের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত