মণিরামপুরে বনিতার সাইবার বুলিং সেমিনার
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি) সেচ্চাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশনের একদল তারুন্যনির্ভর সেচ্চাসেবীরা মণিরামপুর পৌরসভা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনলাইন সেফটি বিষয়ক সচেতনতামূলক ব্রিফিং সেমিনার করেছে।
“সাইবার বুলিং ও আমাদের দায়িত্ব” শীর্ষক অনলাইন সেফটি বিষয়ক সচেতনতামূলক এ অনুষ্ঠানে সাইবার বুলিং কী, এর প্রভাব, প্রতিকার এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতামূলক ব্রিফিং প্রদান করেন আগত মহিলা বিষয়ক প্রশিক্ষক ও সেচ্চাসেবীরা।
মঙ্গলবার বেলা ১২টাই বনিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ সেমিনারে মণিরামপুর উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা(প্রশিক্ষক) রহিমা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার জগতে নিরাপদ থাকার নানা দিক নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের শিক্ষকগণও শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন ব্যবহারের বিষয়ে সতর্ক করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বনিতা ফাউন্ডেশনের এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বনিতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, সহ-সাধারণ সম্পাদক নুসরাত চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ভাবনা, সদস্য শারিয়ার হাসান সৌহার্দ্য, সামিয়া মিষ্টি এবং মাকসুদা প্রান্তি প্রমূখ।