শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ সফল করতে বিএনপির মিছিল ও সমাবেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস’ আগামী ৫ আগস্ট সফল করতে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এ বিজয় মিছিল কে সফল করা লক্ষ্যে এ মিছিল ও সমাবেশ করেছে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তারাকান্দি প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ মিছিলটি ইসলামী ব্যাংক মোড় এলাকায় এসে শেষ হলে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির। বক্তব্য রাখেন—জে এফ সি এল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন,
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু । সমাবেশটি পরিচালনা করেন উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন অংকন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা আওয়ামী লীগের ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ আচরণের তীব্র সমালোচনা করে বলেন, “জনগণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সামনে গণআন্দোলন আরো তীব্র হবে।”