ভুয়া নার্স-হালনাগাদ বিহীন কাগজপত্র থাকায় দুই হাসপাতালকে জরিমানা
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি:
ভুয়া সার্টিফিকেট দিয়ে নার্সিং সেবা,পৌর প্রশাসকের সাক্ষর ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদর্শন,পরিবেশের হালনাগাদ না থাকা, নারকোটিকস লাইসেন্সের আবেদন না থাকাসহ বেশ কয়েকটি অপরাধের দায়ে গাজীপুরের শ্রীপুরে বেসরকারি দুই হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলের দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ মাওনা চৌরাস্তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা স্যানেটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল ও শ্রীপুর থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করণের লক্ষ্যে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় মাওনা সিটি হাসপাতালে ভুয়া সার্টিফিকেট দিয়ে নার্সিং সেবা,পরিবেশের হালনাগাদ না থাকা, পৌর প্রশাসকের সাক্ষর ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদর্শন ও নাকোটিকস এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পত্রের হালনাগাদ না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে পাশ্ববর্তী লাইফ কেয়ার হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । লাইসেন্স নবায়ন না থাকা ও পরিবেশের ছাড়পত্রসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ওই দুটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে এসব হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে