ময়মনসিংহ আদালতে লিফট ব্যবহার নিয়ে আইনজীবী-সাধারণ মানুষের সংঘর্ষ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিফট ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আইনজীবীদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, আদালতের একটি লিফট শুধুমাত্র আইনজীবী ও বিচারকদের জন্য নির্ধারিত। তবে ওই সময় এক সাধারণ ব্যক্তি তার অসুস্থ মাকে নিয়ে লিফটটি ব্যবহার করতে চাইলে কয়েকজন আইনজীবী বাধা দেন। এ সময় ওই ব্যক্তি প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, কয়েকজন আইনজীবী ওই ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার সময় উপস্থিত আরও কয়েকজন সাধারণ মানুষ এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে আদালত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ বারের একজন সিনিয়র আইনজীবী বলেন, “কোর্টের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট লিফটটি শুধু আইনজীবী ও বিচারকদের ব্যবহারের জন্য নির্ধারিত। তবে অসুস্থ ব্যক্তি থাকলে মানবিক দিক বিবেচনা করা উচিত ছিল।”
অন্যদিকে, ভুক্তভোগী এক প্রত্যক্ষদর্শী বলেন, “এটা আদালত ভবন, যেখানে সবাই ন্যায়বিচার প্রত্যাশায় আসে। এখানে এমন অমানবিক আচরণ ও মারধর খুবই দুঃখজনক।”
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আদালত কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। অনেকেই আদালতের অভ্যন্তরে সাধারণ মানুষের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।
আদালত কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।