সরিষাবাড়ীর তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১৪ নং তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
গতকাল বুধবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক -শিক্ষার্থী ও অবিবভাবক দের সাথে কথা বলে এ সমস্যাগুলো লক্ষ করা গেছে।
বিদ্যালয় চত্বর ও মাঠে পানি জমে থাকায় খেলাধুলা, শারীরিক শিক্ষা ক্লাস ও সকালবেলা এসেম্বলি বন্ধ সরয়েছে। একমাত্র প্রবেশপথে পানি থাকায় মাঠে এক একটি করে বিছানো ইটের উপর দিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতারা ফেরদৌস জানান,“বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভূগছি আমরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আশু দৃষ্টি কামনা করছি।
তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “স্কুলে আসতে গায়ে-পায়ে কাদা লাগে। কোন সময় বই ভিজে যায়।”
অভিভাবক ও স্থানীয় সমাজ সেবক মাসুদ রানা বলেন, “বাচ্চাদের প্রতিদিন এমন কষ্টে স্কুলে পাঠানো খুব কষ্টকর। ড্রেনেজ ব্যবস্থা ও মাঠে মাটি ভরাট না করলে সমস্যা আরও বাড়বে।”
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লাল মিয়া জানান, “জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।
বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।