সাংবাদিকতা সমাজের প্রতি দায়বদ্ধতার শক্তিশালী মাধ্যম — মোঃ শামীম শাহরিয়ার
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ বা সংবাদ পরিবেশনের পেশা নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ব ও নৈতিকতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এ মত প্রকাশ করেছেন জাতীয় দৈনিক “ঐশী বাংলা” পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ার।
তিনি বলেন, “একজন সাংবাদিকের কলম যেমন মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হতে পারে, তেমনি সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও হতে পারে। সাংবাদিকতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে পারি, এবং নীতিনির্ধারকদের কাছে তা পৌঁছে দিতে পারি।”
মোঃ শামীম শাহরিয়ার আরও বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের দায়িত্ব আমাদের আরও বেড়ে গেছে। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিপরীতে দাঁড়িয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।”
তিনি বিশ্বাস করেন, সাংবাদিকতা যত বেশি মানবিক হবে, ততই সমাজ হবে সজাগ ও সচেতন। সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা হওয়া উচিত।
সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতা রক্ষায় তরুণ সাংবাদিকদের সচেতন ও প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।