ইউপি সদস্য আজাহার আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলীর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ মিথ্যা অভিযোগের স্বীকারোক্তি দিয়েছেন কথিত ভুক্তভোগী মাজেদা বেগম । এ দিকে আজাহার আলীর পক্ষে সরব হয়ে উঠছে স্থানীয় মাজালিয়া গ্রামবাসী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় মাজালিয়া গ্রামের পল্লী চিকিৎসক ডা. আজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের মাস্টার, সমাজসেবক সাইফুল ইসলাম, কৃষক নুরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইউপি সদস্য “আজাহার আলী একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে ভাতা কার্ড নিয়ে উৎকোচ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আজাহার আলী বলেন, “আমি কখনোই কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমি সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, অভিযোগকারী বিধবা মাজেদা বেগম পরে সাংবাদিকদের কাছে স্বীকার করেন, “আমি আজাহার মেম্বারের বিরুদ্ধে রাগ করে মিথ্যা বলেছিলাম। আমি তাকে কোনো টাকা দিইনি, ভুল করেছি—এজন্য ক্ষমা চাই।”
এই স্বীকারোক্তির পর আজাহার আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নেপথ্য কারণ খোলাসা হয়ে গেছে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।