ফুলপুরে সারের দোকানে ভ্রামমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে অবৈধ ভাবে সার বিক্রির দায়ে তিনটি দোকানে ভ্রামমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জুলাই বুধবার সন্ধায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় এই অভিযান চালানো হয়।
ভ্রামমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক,সহোযোগিতায় ছিলেন ফুলপুর থানা পুলিশ এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক অফিসার নাদিয়া ফেরদৌস, কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, আল আমিন প্রমুখ। অভিযানে আমুয়াকান্দা বাজারের রিপন এন্টারপ্রাইজ, মালেক এন্টারপ্রাইজ,এবং সুজন এন্টারপ্রাইজকে উপজেলার বাহিরে সার বিক্রিয়, লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ন কিটনাশক রাখা সহ নানা অনিয়মের কারণে উক্ত তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন অবৈধভাবে সার বিক্রয় লাইসেন্স না থাকা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত