“মিনি চিড়িয়াখানা উচ্ছেদ, জয়নুল পার্কে আসছে কিডস জোন”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা এসব স্থাপনা চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় উচ্ছেদ করা হয়
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, পার্কের মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কটির ইজারা ছিল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক সেলিম মিয়ার নামে। চুক্তিপত্র বাতিল করে গত ২৬ জুন তাকে চিঠি দেয় সিটি করপোরেশন। তিন দিনের মধ্যে অবকাঠামো ও পশুপাখি সরিয়ে নিতে বলা হলেও নির্ধারিত সময়ের পর উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে চিড়িয়াখানার প্রাণীগুলো নিজেদের হেফাজতে নেয় বন বিভাগ। বন বিভাগের ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রিদুয়ানুল হক বলেন, ‘চিড়িয়াখানাটি ছিল অবৈধ। জেলা প্রশাসন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমাদের চিঠি দেয়। আমরা ৫টি হরিণ, ২টি ময়ুর, ১টি গাধা, কিছু ঘুঘু পাখি ও ২টি ইমু পাখি পেয়েছি। এগুলো গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।’
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, ‘চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ না দেয়ায় ইজারা বাতিল করে উচ্ছেদ করা হয়েছে। এখানে শিশুদের জন্য “কিডস জোন” গড়ে তোলা হবে। থাকবে লাইব্রেরি, খেলনা, রাইড ও বাগান। শিশুরা সেখানে খেলাধুলা করতে পারবে।’
এদিন জয়নুল উদ্যান এলাকায় থাকা ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়।