ওসমানীনগরে প্রবাসীর পৈতৃক বাড়ি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি
ওসমানীনগর(সিলেট) সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে প্রবাসী গোলাম লুৎফুর রহমানের পৈতৃক বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তাঁরই ভাতিজা ইমরুল মিয়ার বিরুদ্ধে। শুধু জমি দখলই নয়, বসতঘর লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসী লুৎফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তিনি ওসমানীনগর থানায় ইমরুল মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, জায়গার মালিকানা দাবি করে বাধা দিলে অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে।
লুৎফুর রহমান জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে গৃহহীন অবস্থায় সিলেট শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। গুন্ডাবাহিনীর ভয়ে তিনি নিজ এলাকায় ফিরে যেতে পারছেন না। থানায় একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি তার।
তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় দখলদাররা পার পেয়ে যাচ্ছে। আমি বারবার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও কোনো ন্যায়বিচার পাচ্ছি না।”
এ বিষয়ে ওসমানীনগর থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী প্রবাসী লুৎফুর রহমান তার পৈতৃক সম্পত্তি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ওসমানীনগর নিউজ
০২/০৮/২০২৫